× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিবাহিত অভিনেত্রীকে বিয়ে করতে চান সঞ্জয়!

বিনোদন ডেস্ক।

২৭ ডিসেম্বর ২০২৪, ২২:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বলিউড ভাইজান সালমান খানের আগে থেকেই ব্যাডবয়ের খেতাবটা নিজের করে নিয়েছিলেন চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে অভিনয় করা সঞ্জয় দত্ত। তাঁকে নিয়ে বলতে গেলে উঠে আসবে অভিনয়, টেরোরিজম, একে-৫৬ অ্যাসল্ট রাইফেল, মাফিয়া আরও কতকিছু। আবার কয়েকশো নারীর সঙ্গে রাত কাটিয়েছেন এ যাবতকালে সেটাও মাঝেমধ্যে প্রকাশ্যেই বলে ফেলেন সাঞ্জু বাবা।

একাধিক প্রেম, বিচ্ছেদ, বিয়েতে নাম জড়িয়েছে তার। তবে এক সময় এক বিবাহিতা অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন এ অভিনেতা।

এক জন্মদিনে প্রয়াত স্বামী দিলীপ কুমারের সঙ্গে সঞ্জয়ের একটি ছবি পোস্ট করেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। সঙ্গে লিখেছেন, ‘সঞ্জয় চিরকালই আমার কাছে পরিবারের মতো। আমাদের বাড়ির সকলে ওকে একরত্তি থেকে পরিণত, অসাধারণ ব্যক্তি হয়ে উঠতে দেখেছি।

সঞ্জয়ের মা, নার্গিস দত্ত প্রায়শই সায়রার বাড়ি যেতেন। তখন মায়ের হাত ধরে যেতেন ছোট্ট সঞ্জয়ও। সেই সময় নার্গিস ছেলের হাত নাড়িয়ে বলতেন, ‘চল, সায়রাজিকে বলো তুমি আমাকে কী বলো?’ তারপর ছোট্ট সঞ্জু সায়রার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলতেনআমি সায়লা বানুকে বিয়ে করব।

পুরো বিষয়টি নিয়ে সায়রা বলেছেন, ‘এত মিষ্টি! আমার মনে হয়, শর্মিলা ঠাকুর এবং আমি ওর সব থেকে প্রিয়।' সঞ্জয়ের জন্মদিনে এই মজার ঘটনা প্রকাশ্যে এনেছেন সায়রা। পাশাপাশি জানিয়েছেন, তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রয়েছেন সঞ্জয়। সব সময় ভালবাসা ও শুভেচ্ছা রয়েছে সঞ্জয়ের জন্য।

প্রসঙ্গত, ১৯৮১ সালেরকিসিনেমা দিয়ে সঞ্জয় দত্তের বলিউড চলচ্চিত্রে অভিষেক হয়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন টিনা মুনিম। তার পিতা সুনীল দত্ত পরিচালিত চলচ্চিত্রটি বক্স অফিসে হিট তকমা লাভ করেন।

১৯৮২ সালে তিনি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র বিধাতা ১৯৮৩ সালে সুপারহিট ম্যাঁ আওয়ারা হুঁ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৫ সালে প্রায় তিন বছর পর তিনি জান কি বাজি ছবিতে কাজ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.